পুলিশি অভিযানে আটক চল্লিশের বেশি মোটরবাইক

24th July 2021 10:15 am বাঁকুড়া
পুলিশি অভিযানে আটক চল্লিশের বেশি মোটরবাইক


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : বিষ্ণুপুর শহরের  ঝাপোড়মোড় ও বিষ্ণুপুর হাই স্কুল মোড়ে শুক্রবার সন্ধ্যা ছটা থেকে চলে পুলিশি অভিযান । অভিযান চালিয়ে আটক করা হয়েছে ৪০ টির বেশি মোটর বাইক । যার নেতৃত্ব ছিল বিষ্ণুপুর এসডিপিও কুতুব উদ্দিন খান বিষ্ণুপুর মহকুমা শাসক অনুপ কুমার দত্ত সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা । 

বিনা লাইসেন্সে যারা মোটর বাইক নিয়ে বাইরে বেরিয়ে ছিলেন এইরকম ব্যক্তিদের মোটরবাইক আটক করা হয় । পুলিশের এই অভিযান অত্যন্ত প্রশংসনীয় এর ফলে সাধারণ মানুষ আরো বেশি সচেতন হবেন । পাশাপাশি যারা বিনা মাস্ক ছাড়া মোটর বাইক নিয়ে বাড়ির বাইরে বেরিয়েছেন তাদের গাড়ির হওয়া পর্যন্ত খুলে দেওয়া হয় এবং তাদেরকে করা সতর্কবার্তা দেওয়া হয় সকলেই যেন অবশ্যই ব্যবহার করেন ।

বিষ্ণুপুর এসডিপিও কুতুব উদ্দিন খান জানান , আমাদের কাছে একটা অভিযোগ আসছিল যারা ইযাং জেনারেশন মূলত ৪০ বছরের নিচে তারা বিনা লাইসেন্সে গাড়ি চালাচ্ছিল এবং সেই মোতাবেক আমরা আজ একটি অভিযান চালাই এবং যারা বিনা লাইসেন্সে গাড়ি চালাচ্ছেন তাদেরকে আটক করা হয় । এর ফলে সাধারণ মানুষরা আরো বেশি সচেতন হবেন । 

বিষ্ণুপুর এসডিও অনুপ কুমার দত্ত জানান ,  করোনার সময়ে সকলেই যাতে মাস্ক ব্যবহার করে যারা দোকানে যাচ্ছেন তারাও যাতে মাস্ক ব্যবহার করে সেই কারণে তাদেরকে সচেতন করতে এই অভিযান চালানো হয়েছে ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।